সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকা থেকে শনিবার দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ দুই জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সিলেটের শাহপরাণ থানার মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছ গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার মাধ্যমনগর গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন (২৬), বর্তমানে মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছ গ্রামে বসবাস করছে। গ্রেফতারকৃত দুইজনে সম্পর্কে খালা-ভাগিনা বলে জানিয়েছে র্যাব।
র্যাব -৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকায় মুক্তিযোদ্ধা আদর্শ গ্রাম রশিদ মিয়ার মুদির দোকানের সামনে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় তাদের কাছে রক্ষিত অবস্থায় ২৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd