সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: চার বছরের সন্তান’সহ সিলেটের বিশ্বনাথে ১৭ দিন ধরে সোনারা বেগম নামের এক গৃহবধু নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ সোনারা উপজেলার লামাকাজী ইউনিয়নের বশিরপুর (পাঠানগাঁও) গ্রামের আবুল কালামের স্ত্রী। গত ৪ ফেব্রুয়ারী ‘স্ত্রী-সন্তান’ নিখোঁজ হওয়ার পর ৬ ফেব্রুয়ারী এব্যাপারে আবুল কালাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। যার নং ৩২২ (তাং ৬.০২.১৮ইং)।
ডায়েরীতে আবুল কালাম উল্লেখ করেছেন, ৪ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৭টার দিকে তার স্ত্রী সোনারা বেগম ৪ বছরের কন্যা শ্যামলী আক্তার মীমকে সাথে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছেন। এসময় ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে গেছেন সোনারা। এরপর রাতে ফিরে না আসলে তারা আত্মীয়-স্বজনদের বাড়ি’সহ বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানের খোঁজ করেও পাননি।
ডায়েরী মতে আবুল কালামের স্ত্রী সোনারা বেগমের বয়স ২৪ বছর, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ন কালো, পরনে ছিল কালো-লাল রংয়ের চেক চেক শাড়ী ও এবং কন্যা শ্যামলী আক্তার মীমের বয়স ৪ বছর, উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ন কালো, পরনে ছিল নীল-সবুজ রংয়ের জামা ও লাল রংয়ের সয়টার। উভয়েই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd