সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশে আগাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা দেখছেন। জাপা চেয়ারম্যান বলেন, দেশে আগাম নির্বাচন হতে পারে এমন কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে তিনি এমনটাই বলেন। এটার জন্য প্রস্তুত রয়েছি। দেশে যখনই নির্বাচন হোক না কেনো জাতীয় পার্টি তখনই নির্বাচনের অংশ নিতে প্রস্তুত।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) বনানীর কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
এরশাদ আরো বলেন, রাজনীতিতে এখন অস্থির অবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা অস্থির নেই, আমরা ভালো আছি। তিনি বলেন, আমাদের ওপর অনেক কিছুই নির্ভর করছে। এরশাদ এও বলেন, জীবনে সুযোগ বারবার আসে না, আল্লাহ এবার সুযোগ দিয়েছেন, তাই এ সুযোগ সঠিক ভাবে কাজে লাগাতে হবে।
সাবেক এই রাষ্ট্রপতি আগামী ২৪ মার্চের মহাসমাবশে সফল করার অনুরোধ জানিয়ে বলেন, এ সমাবেশে লক্ষ লোক আনতে হবে। দেখিতে দিতে হবে জাতীয় পার্টি অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত।
সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির এ বৈঠকে অংশ নেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, উপদেষ্টাম-লীর সদস্য, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সমন্বয়কারী মো: আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা সউম আব্দুস সামাদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক প্রমুখ।
বৈঠক শেষে জাপা মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, এ বৈঠকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বর্তমান দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এ বৈঠকে। তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। ইতোমধ্যে প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া অনেক দূর পর্যন্ত এগিয়েছে। এ ব্যাপারে তৃণমূল থেকেও মতামত নেয়া হবে। আশা করছি, আগামীতে বোর্ড বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে এবিএম রহুল আমিন হাওলাদার বলেন, উন্নয়নের স্বার্থে কখনো কখনো সরকারে থাকাটা বাঞ্ছনীয় হয়ে ওঠে। আমরা সংসদে কি রোল প্লে করছি সেটাও দেখার বিষয়। অপর প্রশ্নের জবাবে বলেন, সবদল নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই কাম্য।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd