সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নন্দিরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ মাঠে বর্ণাঢ্য আয়োজনে গোলাপ মিয়া ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন হয়েছে। লন্ডন প্রবাসী উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যয়ভার গ্রহণ করেন। বৃহস্পতিবার বেলা ১টায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্দিরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি আমিনুর রশিদ শামিম। নন্দিরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গোলাপ মিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এম.এ মতিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়াবিদ ও সাংবাদিক শ্যামলেন্দু পাল শ্যামল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও গোলাপ মিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান, উপদেষ্টা মিসবাহ আহমদ, অলক চৌধুরী, জসিম উদ্দিন, সাজু আহমদ, মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ফাউন্ডেশনের সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক সোহান দে, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, আলাজুর রহমান, প্রচার সম্পাদক সোহেল আহমদ, সদস্য বিলাল উদ্দিন চৌধুরী, জগন্নাথ বিশ্বাস, আমির হামজা, রাজু আহমদ, অদৈত্ব, আছাব উদ্দিন, হালিমুর রশিদ, হোসাইন আহমদ, রাজন আহমদ, সাইফুল ইসলাম, মাসুম আহমদ, মইন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এস কামরুল হাসান আমিরুল বলেন, ‘নন্দিরগাঁও ইউনিয়নের ক্রীড়ামোদী সকল দর্শক ও খেলোয়াড়দের স্থায়ী মাঠ তৈরির জন্য শিগগিরই ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করা হবে।’ তিনি গোলাপ মিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসী গোলাপ মিয়াকে ধন্যবাদ জানান। পাশাপাশি নন্দিরগাঁও ক্রীড়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ আয়োজন সুন্দর হবে বলে আশা ব্যক্ত করেন। এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সিলেটভিউ২৪ডটকম’র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী ম্যাচে খাগাইল বাজার ফুটবল একাদশ ১-০ গোলে বর্ণির বিপক্ষে জয় পায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd