এইচ.কে.শরীফ সালেহীন, গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি :: গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর সিনিয়র ভাইস চেয়ারম্যন জনাব আলহাজ মাওলানা বিলাল উদ্দিন আজ দুপুর ১২.৩০ সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরনের সাথে সাথে তাহকে সংবর্ধনা দেন গোয়াইনঘাট প্রবাসী ট্রাষ্ট এর প্রধান সমন্বয়ক তোরাব আলী,ট্রাস্ট এর সাবেক প্রধান আহবায়ক জালাল উদ্দিন ,ট্রাস্ট এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যন ইফতেখার আহমদ সমন্বয় কমিটির সম্পাদক সাংবাদিক এম এ রহিম । বিলাল ট্রাস্ট এর বিভিন্ন বিষয়রে খোঁজ খবর নেন।পরবর্তী সকল কর্মসূচীতে তিনি অংশ নেবেন বলে সমন্বয় কমিটিকে নিশ্চিত করেন।