সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা ধসে শ্রমিকের মৃত্যুর ঘটনায় তিন গর্ত মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামীরা হলেন-জালিয়ারপাড় গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র শুক্কুর আলী (২৮), মৃত ইন্তাজ আলীর পুত্র হোছন মিয়া (২৭) ও বকুল মিয়া (২৫)। মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করা হয়েছে। নিহত বাশির উদ্দিনের (৪২) স্ত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
রোববার সকাল ১১টার দিকে পাথর সংগ্রহকালে বাশির উদ্দিন মারা যান। নিহত বাশির উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের রুপা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রফিক মিয়ার গর্তে পাথর সংগ্রহের কাজ করছিল বাশিরসহ ৫-৬ জন শ্রমিক। সকাল ১১টার দিকে টিলার একটি অংশ ধসে পড়লে তাতে চাপা পড়েন বাছির। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গর্তের মালিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন বলে জানান ওসি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd