সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সিলেটের গোলাপগঞ্জে সকাল থেকেই মাঠে ছিল ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে বিএনপির কোন নেতাকর্মীদের মাঠে থাকার অস্থিত্ব মিলেনি। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকে কঠোর অবস্থানে ছিল পুলিশ প্রশাসন।
জানা যায়, জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে গোলাপগঞ্জে সকাল থেকেই মাঠ জুড়ে ছিল উপজেলা যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। তাদের যৌথ উদ্যোগে উপজেলা সদরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া সব ধরনের অপীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের ছিল সক্রিয়। সকাল থেকেই চৌমুহনীতে একাধিক পুলিশের অবস্থান লক্ষ করা যায়। সকাল ১০টায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ও স্বেচ্ছাসেকলীগ সভাপতি রুহিন আহমদ খানের নেতৃত্বে মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন লন্ডন স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ উদ্দিন সাদ, উপজেলা আওয়ামী প্রজন্মলীগ সভাপতি চয়ন চন্দ্র শয়ন, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন, হারুন আহমদ, রাহেদ আহমদ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd