সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
সিলেট :: লন্ডনের মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশি হত্যায় অভিযুক্ত ড্যারেন অসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাজের আদালত। শুক্রবার উলউইচ ক্রাউন কোর্টে এই সাজা ঘোষণা করা হয়। বিচারকের রায় অনুযায়ী জীবিত থাকলে অন্তত ৪৩ বছর জেলে থাকতে হবে অসবর্নকে।
২০১৭ সালের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় একটি মসজিদের সামনে দাঁড়ানো কয়েকজন মানুষের ওপর গাড়ি চালিয়ে হামলা চালায় অসবর্ন। হামলায় ৫১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মকরম আলী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ৯ জন। সেই সময়ের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, অসবর্ন হত্যাকাণ্ডের সময় মুসলিমবিদ্বেষী ঘৃণাসূচক মন্তব্য ছুঁড়েছিলেন। হামলার পর ‘আমি সব মুসলিমকে হত্যা করতে চাই’ বলে চিৎকার দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার উলউইচ ক্রাউন কোর্ট তাকে হত্যা ও হত্যাপ্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে। শুক্রবার তার যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন বিচারপতি।
হামলায় নিহত মকররম আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সরুয়ালায়। মকররমের পরিবার দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন লন্ডনে। ১২ বছর বয়সে তিনি পাড়ি জমান লন্ডনে। একটানা প্রবাস জীবন কাটিয়ে বিশ্বনাথের দৌলতপুরে বিয়ে করেন তিনি। কয়েক বছর পর স্ত্রীকেও লন্ডনে নিয়ে যান। সেখানে জন্ম হয় চার মেয়ে ও দুই ছেলের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রায় ঘোষণার সময় অসবর্নকে নির্লিপ্ত দেখা যায়। পুলিশি হেফাজতে আদালত ছাড়ার সময় তিনি মন্তব্য করেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, ধন্যবাদ’।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd