সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৫ই রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট খেলার ফলাফলকে কেন্দ্র করে সিলেট শহরতলীর খাদিম বিসিক এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কে বিসিকের গোলাইমিল এলাকায় ছাত্রলীগের রকি-পঙ্কি ও আলাই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে, সংঘর্ষের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সিলেট-তামাবিল সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
স্থানীয় সূত্র জানায়, ক্রিকেট খেলার ফলকে কেন্দ্র করে ওই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। বিষয়টি বিচার পর্যন্ত গড়ায়। সন্ধ্যায় এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় গোলাগুলি ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উভয় গ্রুুপের নেতা-কর্মীরা পালিয়ে যায়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেজানান তিনি।
………………………..
Design and developed by best-bd