বৃহস্পতিবার তিন ঘন্টার সফরে সিলেট আসছেন এরশাদ

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : তিন ঘন্টার সফরে বৃহস্পতিবার সিলেটে আসছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। ওই দিন বেলা ১টায় হেলিকপ্টারযোগে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এরপর তিনি হযরত শাহজালাল(র.) ও শাহপরান(র.) মাজার জিয়ারত করবেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর তিনি একই স্থানে জেলা জাপা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হবেন। তার সফরসঙ্গী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার কো চেয়ারম্যান এইচ এম এরশাদ, দলের অপর কো- চেয়ারম্যান জিএম কাদের, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি ও কাজী ফিরোজ রশীদ এমপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ দলীয় নেতৃবৃন্দ। জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশরাকুল হোসেন শামীম জানান, ওই বিকাল ৪টায় দলের চেয়ারম্যান হেলিকপ্টারযোগে সিলেট ত্যাগ করবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..