সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
Sharing is caring!
তিনি বলেছেন, ভারতে বসবাসকে তিনি উপভোগ করছেন। তিনি প্রশ্ন রাখেন, সরকার কেন বাকস্বাধীনতা নিশ্চিত করে না? আমি কখনোই চুপ হয়ে যাবো না। সবচেয়ে বড় অবদমন হল নিজেকে দমিয়ে রাখা। আমি জানি আমাকে হয়তো মেরে ফেলা হতে পারে। তবে আমি এতে মোটেও ভীত নই। তসলিমা আরো বলেন, ইসলামিক রাষ্ট্রগুলোর উচিত ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথক করা। প্রসঙ্গত, তসলিমা নাসরিনের লেখা বেশ কয়েকটি বই বাংলাদেশে নিষিদ্ধ এবং বিতর্কিত। তার ধর্ম অবমাননাকর লেখনীর বিরোধী মুসলিম কট্টরপন্থীরা। নিজের ধর্ম অবমাননাকর লেখনীর ব্যাপারে তিনি একদম লজ্জিত নন উল্লেখ করে তসলিমা বলেন, দেশত্যাগের চেয়ে আমি বেশি কষ্ট পাই যখন আমাকে আমার দৃষ্টিভঙ্গি বা মতামত ত্যাগ করতে বলা হয়। এ সময় সুহাসিনী হায়দার তাকে প্রশ্ন করেন: কোনটা বেশি উদ্বেগজনক- রাজনীতি না কি ধর্মের রাজনীতি? উত্তরে তিনি বলেন, পার্থক্যটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বনাম মৌলবাদ, যৌক্তিক বনাম অযৌক্তিক এবং পরিবর্তন বনাম ঐতিহ্যের। নারীবাদী মতের সঙ্গে যাদের বিরোধ রয়েছে, তাদের প্রতি আঙুল তুলে তিনি বলেন, নারীবাদী হওয়া ছাড়া আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারেন না।
………………………..
Design and developed by best-bd