জাফলং পিয়াইন নদীর উপর অস্থায়ী ব্রীজ নির্মানের দাবিতে পাথর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলং পিয়াইন নদীর উপর অস্থায়ী ব্রীজ নির্মানের দাবিতে পাথর ব্যবসায়ী ও পাথর শ্রমিকদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় জাফলং কোয়ারী এলাকায় জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতি,পশ্চিম জাফলং পাথর উত্তোলন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি, জাফলং পাথর উত্তোলন ও সরবরাহ বহুমুখী সমবায় সমিতি’র যোথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ব্যবসায়ী ও শ্রমিকরা এক পথসভায় মিলিত হন। বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম খাঁ’র সভাপতিত্বে ও পশ্চিম জাফলং পাথর উত্তোলন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি’র সেক্রেটারী হেলাল উদ্দিন’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন ও সেক্রেটারী আব্দুল মালিক, জাফলং পাথর উত্তোলন ও সরবরাহ বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি আব্দুস শহিদ, জাফলং ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, পশ্চিম জাফলং পাথর উত্তোলন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি ফারুক আহমদ প্রমুখ। বক্তরা বলেন আমরা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করেছি। ব্রীজ না থাকায় পাথর সরবরাহ করা যাচ্ছেনা এবং কোয়ারীর কার্যক্রম বন্ধ হওয়ার পথে। এতে করে একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন অন্যদিকে পাথর শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। ব্যবসায়ী ও শ্রমিকরা অবিলম্বে পিয়াইন নদীর উপর অস্থায়ী ব্রীজ নির্মানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান, অন্যতায় কঠোর আন্দোলন সংগ্রামের হোসিয়ারী উচ্ছারন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..