সিলেট :: ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে বিভাগীয় নগরী সিলেটে মিছিল করেছে জামায়াতে ইসলামী। মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন এলাকায় তারা মিছিল করেছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার এ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদম, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, শাহেদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারী ফরিদ আহমদ প্রমুখ।