সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : পরিবেশ ধ্বংস ও শ্রমিকদের প্রাণহানির বিষয়টি মাথায় রেখে ২০১৫ সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং-ডাউকি নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। সে অনুযায়ী ১৪.৯৩ বর্গ কিলোমিটার এলাকা চিহ্নিত করে গেজেটও প্রকাশ করা হয়। কিন্তু গেজেট প্রকাশের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও অধ্যাবদি গেজেটে উল্লেখিত এলাকার সীমানা নির্ধারণ ও এর বাস্তাবয়ন হয়নি। পরিশেষে বছরের দ্বিতীয়দিন মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের গর্তে পাড় ধসে মাটি চাপায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর সরব হয়ে উঠেছে প্রশাসন।
অবশেষে গতকাল বৃহস্পতিবার সরকারের ঘোষিত ইসিএ’র সীমানা নির্ধারণের উদ্বোধন করা হয়েছে। বল্লাঘাটের পিকনিক সেন্টার এলাকায় প্রথম একটি সিমেন্টের পিলার স্থাপন করে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনাল কান্তি দেব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সালাহ উদ্দিন, উপ-পরিচালক আলতাফ হোসেন, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু প্রমুখ। ইসিএ’র সীমানা নির্ধারণের উদ্বোধন শেষে পাথর উত্তোলনের গর্তে পাঁচ শ্রমিক নিহতের ঘটনাস্থল মন্দিরের জুম এলাকা পরিদর্শন করেন এমপি ইমরান আহমদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd