জুড়ীতে উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদ্যাপন

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে অতি উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সূর্যোদয়ের সাথে সাথে জুড়ী শহীদ মিনারে ৩১বার তোপধবনির মাধ্যমে দিবসটির সূচনা করেন। এরপর পুলিশ প্রশাসনসহ বিজিবি, আনছার, বিডিপি ও বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষপস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় জুড়ী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাং¯কৃতিক ও খেলাধুলার আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ মাদ্ররাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে কুজকাওয়াজসহ ডিসপ্লেতে অংশ গ্রহণ করে বিভিন্ন প্রদর্শিনির মাধ্যমে শ্রোতাদের মনাকার্যণ করেন। বাদ যোহর দেশমাতৃকায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আশির্বাদ করেন বিভিন্ন সংগঠন। বিকেলে বিভিন্ন সংগঠন স্ব-স্ব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখা দিবসটি উদযাপনে আনন্দমিছিল ও র‌্যালী বের করেন। র‌্যালীটি জুড়ী শহরের নাইট চৌমূহনা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় নাইট চৌমূহনাতে সমাবেশে মিলিত হন। এতে বক্তব্য রাখেন শিল্পপতি ও জুড়ী উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু, বিএনপি নেতা দেওয়ান আইনুল হক মিনু, ইসহাক আলী, লিয়াকত আলী, যুবদল আহ্বায়ক হাবিবুর রহমান, ছাত্রদল আহ্বায়ক নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মানিক, শ্রমিকদল সম্পাদক মুস্তাকিম আহমদ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..