সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লায় খোরশেদ আলম (৪৫) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের ছুপুয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মঙ্গলবার ভোরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
স্থানীয়রা জানান, প্রবাস ফেরত ও ২ কন্যা সন্তানের জনক খোরশেদ আলম গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহের সন্ধান পাওয়ার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন নিহতের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। এটি পরিকল্পিত হত্যকাণ্ড। এখনও হত্যাকাণ্ডের মোটিভ জানা যায়নি। ওই ব্যক্তি ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd