সিলেটে চিনি ছিনতাই : ৫ ছাত্রলীগ কর্মী আটক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৪

সিলেটে চিনি ছিনতাই : ৫ ছাত্রলীগ কর্মী আটক

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার সিলেট কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ পাঁচজনকে আটক করে।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপরে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, চিনি ছিনতাইকালে তাদেরকে আটক করেছে আমাদের টহল পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে। কাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Manual4 Ad Code

এরআগে গত ৮ জুন বিয়ানীবাজারে যথাযথ প্রক্রিয়ায় সরকারিভাবে নিলামে কেনা বিপুল পরিমাণ চিনি গোদামে নিয়ে আসার পথে বিয়ানীবাজার থেকে লুট করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। এই ঘটনায়ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উঠে আসে। ইতিমধ্যে এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলাস হয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2024
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..