নগরীর কাজিটুলায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

নগরীর কাজিটুলায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

Manual3 Ad Code

১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার: নগরীর কাজিটুলায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসআই মোঃ রুহুল আমিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন- আবু সালেহ লোকমান, বিশ্বনাথ থানার কান্দিরগাঁও বাছিতপুর গ্রামের বাসিন্দা-বর্তমানে সিলেটের কোতোয়ালী থানার মেন্দিবাগ এলাকার -মোঃ আছমত আলীর পুত্র আহাম্মদ শিপন, জালালাবাদ থানার মদিনা মার্কেট পল্লবী-২২ নং বাসার মৃত মন্তাজুর রহমানের পুত্র আহমেদ কবির শাহনেওয়াজ প্রকাশ শাহনেওয়াজ, মাহবুবুল হক চৌধুরী, আং সাত্তার, রুমেল শাহ, ফখরুল ইসলাম, শাহপরাণ থানার জাহানপুর গ্রামের হোসেন আহমেদের পুত্র সাব্বির আহমেদ মাহিন, এয়ারপোর্ট থানার মৃত সিরাজুল ইসলাম@ ময়না মিয়ার পুত্র জুবের আহমদ প্রকাশ মোল্লা জুবের, কোতোয়ালী থানার কাষ্টঘর ৫৪/এ নং বাসার মৃত অধীর চক্রবর্তীর পুত্র সুমন চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ দল কর্তৃক আহুত অবরোধের সমর্থনে গতকাল নগরীর শাহী ঈদগাহ নয়াসড়ক রোডস্থ কাজীটুলা মসজিদ মার্কেটের সামনের রাস্তায় বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে বাধা প্রদান করলে নেতাকর্মীরা পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উশৃঙ্খল নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশ ধাওয়া করলে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে এসআই মোঃ রুহুল আমিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-২৭, তাং-২৯/১২/২২ ইং।

Manual7 Ad Code

এ ব্যাপারে মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, এখনও কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..