সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : দৈনিক আজকের দর্পন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র রিপোর্টার কিবরিয়া চৌধুরীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত অবস্থায় তাকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সাংবাদিক কিবরিয়া চৌধুরী হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসেন। সন্ধ্যা সাড়ে ৫টায় শহর থেকে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি ফেরার পথে নবীগঞ্জ-শেরপুর রোডে সিএনজি স্টেশনে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলীর নির্দেশে তাৎক্ষণিক থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশিদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধরতে অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সাংবাদিক কিবরিয়া চৌধুরী জানান, হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর হামলার খবর পেয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক অভিযান হয়েছে। এবং অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd