বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়ে ছিলেন -বিশ্বনাথে এমপি মোকাব্বির

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়ে ছিলেন -বিশ্বনাথে এমপি মোকাব্বির

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদসীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, নিজেদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য ৭১ সালে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে ছিলেন দেশ। কিন্তু স্বাধীন দেশের মানুষরা আজও সিন্ডিকেটের কারণে নিজেদের ন্যায্য অধিকার পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। সিন্ডিকেট দেশ থেকে নির্মূল করা হলে মানুষের পকেট কাটা বন্ধ হবে।

Manual5 Ad Code

সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর নাম নেওয়া হলেও কাজে-কর্মে কেউই বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করেন না। অথচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়ে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন হলে বাঙালী জাতি নিজেদের প্রাপ্য অধিকার পাওয়া থেকে কখনই বঞ্চিত থাকতেন না।

Manual5 Ad Code

আর একজন জনপ্রতিনিধিকে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে জনগণের সমস্যা সমাধানে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, তবে হবে জাতি ও সমাজের কাঙ্খিত উন্নয়ন।

তিনি শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর সাথে দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলে ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোশাহিদ আহমদ, গীতাপাঠ করেন সুনীল কান্তি দে ও স্বাগত বক্তব্য রাখেন রূপক দত্ত।

Manual3 Ad Code

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর দত্ত’র সভাপতিত্বে ও সংগঠক আব্দুল হাই’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রতাব পাল, ১নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সুহাদা বেগম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম আজাদ, সংগঠক মোস্তাক আহমদ মোস্তফা।

বক্তব্য রাখেন দিঘলী গ্রামের ওয়ারিছ আলী, জ্যোতিশ মালাকার, মান্ধাবাজ গ্রামের মো. শাহজাহান। মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, এমপি মোকাব্বির খানের সামনে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নিজের কাঙ্খিত উন্নয়ন প্রাপ্তি দাবী করেন। এসময় নিজের সাধ্যমতে এলাকার সকল সমস্যার সমাধানের চেষ্ঠা করবেন বলে জনসাধারণকে আশ্বাস প্রদান করেন স্থানীয় এমপি মোকাব্বির খান।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..