নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের মাত্র ১৬দিনের ভেতরেই এক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি (এলজিইডি) এর সড়কের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
গত ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। আর এই দায়িত্ব গ্রহণের মাত্র ১৬দিনের ভেতরেই তার বিরুদ্ধে আগাছা পরিস্কারের নামে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ওঠেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এই চেয়ারম্যান তার ইউনিয়নের শিমুলতলা থেকে টুকেরকান্দি গ্রামের ভেতরের এলজিইডি সড়কের পাশে থাকা ২৫/৩০ বছরের পুরাতন বড় একটি রেন্ট্রি গাছ কেটে ফেলেছেন।
পরে এলাকাবাসীর নিষেধাজ্ঞায় ওই গাছটি যতাস্থানেই রয়েছে। এমন অভিযোগ এনে রোববার (২৪ সেপ্টেম্বর) এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনজন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্বাক্ষরকারিরা হচ্ছেন খালেদ মিয়া, হাজী ওলিউর রহমান ও আমির আলী। সড়কের পাশের গাছগুলো যাহাতে কাটা না হয় সে জন্য তারা ইউএনওর সদয় দৃষ্টি কামনা করেন।
এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, পুরো ইউনিয়নে সড়কের পাশের আগাছা পরিস্কার করার কাজ চলছে। তবে ওই গাছ কাটার বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।
Sharing is caring!