সিলেট ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ফজলে রব সানী। তিনি উপজেলার সদরের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিক উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অপরদিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. জাহিদ আহমদ। তিনি মঈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমসাদ বেগম চৌধুরী শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. দেলওয়ার হোসেন শ্রেষ্ঠ কাব শিক্ষক ও ভেলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম টিপু শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd