সিলেটে পূজনের উপর হামলা: ছাত্রলীগের কর্মী সৌরভ গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

সিলেটে পূজনের উপর হামলা: ছাত্রলীগের কর্মী সৌরভ গ্রেপ্তার

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে ছাত্রলীগের সাবেক নেতা ও মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরীর ওপর হামলার অভিযোগে করা মামলার এক আসামিকে আটক করে পুলিশে দিয়েছেন বাদীপক্ষের লোকজন। গ্রেপ্তার সৌরভ (২০) ছাত্রলীগের কর্মী। মঙ্গলবার রাতে সিলেট নগরের দারিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়, পরে থানা-পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

এর আগে প্রবাল চৌধুরীর ওপর হামলার অভিযোগে ১৩ আগস্ট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগরের সাধারণ সম্পাদকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ২৫০ থেকে ৩০০ জনকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে মঙ্গলবার রাতে অভিযুক্ত এক আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বাদীপক্ষের লোকজন। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, স্থানীয় ব্যক্তিরা এক আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual1 Ad Code

১০ আগস্ট রাতে সিলেট নগরের দারিয়াপাড়া এলাকায় প্রবাল চৌধুরীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলার আরজিতে তিনি উল্লেখ করেছেন, তিনি সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সম্প্রতি ঘোষিত কয়েকটি কমিটি নিয়ে ফেসবুকে সমালোচনা করে পোস্ট দেন। সেই সঙ্গে ভারতীয় সীমান্ত দিয়ে দেশে অবৈধভাবে নিয়ে আসা চিনির ব্যবসায় ছাত্রলীগের কিছু নেতা জড়িত থাকার কথা উল্লেখ করেন। এর জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..