বিশ্বনাথে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার 

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

বিশ্বনাথে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার 

Manual4 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ আগষ্ট) দিবাগত রাতে থানার এসআই জাকির হোসেন, এএসআই রেদোয়ানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ছত্তিশ গ্রামের মৃত মখদ্দছ আলী ছেলে আব্দুল মতিন (৩৭) ছত্তিশ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ছালেহ আহমদ (৪৫) দৌলতপুর গ্রামের ছোরাব উল্লাহ ছেলে মো.আফরুজ মিয়া (৪২) ছত্তিশ গ্রামের খুরশিদ আলী ছেলে মো. লিয়াকত আলী (৫৫)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, তাস, নগদ ২৬১৫ টাকা, জুয়া খেলার খাতাসহ জব্দ করে বিশ্বনাথ থানা পুলিশ।
আসামীদের বিরুদ্ধে থানার এসআই জাকির হোসেন বাদি হয়ে বিশ্বনাথ থানায় জুয়া আইন১৮৬৭ এর ৪ ধারায় থানায় মামলা দায়ের করেন, মামলা নং ৮ তারিখ ১৩/০৮/২৩ ইং।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।  আজ রবিবার দুপুরে আসামীদেরকে সিলেটে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..