রুহুল আমিনের প্রতি ভালোবাসা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

রুহুল আমিনের প্রতি ভালোবাসা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা

Manual8 Ad Code

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, আমাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২০২১ সালে যোগদানকৃত সদা হাস্যোজ্জ্বল, কর্মচঞ্চল, সাংগঠনিক কার্যক্রমসহ যাবতীয় কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনকারী স্নেহের নার্সিং কর্মকর্তা মো. রুহুল আমিন ‘লিভার সিরোসিস’ রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য জরুরীভিত্তিতে আজ রাতে তার পরিবার তাকে নিয়ে ভারত যাচ্ছে।
আমি আশাবাদী এবং প্রার্থনা করি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সে স্বাভাবিক হয়ে আবারও আমাদের সাথে যুক্ত হবে।
রুহুল আমিন আমাকে তার অসুস্থতা ও চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা গতকাল রাতে জানিয়েছিল ও আমার কাছে সে শুধু দোয়া চেয়েছিল। গতকাল মঙ্গলবার রাতে তার অসুস্থতার খবর শোনার পর আমি বিষয়টি আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের অনলাইন গ্রুপে শেয়ার করেছিলাম। রুহুল আমিনের চিকিৎসা বেশ ব্যয়বহুল এই বিষয়টি বিবেচনা করে এবং তার প্রতি ভালোবাসা দেখিয়ে আজ বুধবার দুপুরের মধ্যেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকর্মী নার্সিং কর্মকর্তারা রুহুলের জন্য ৩ লাখ ২০ হাজার টাকার ফান্ড কালেকশন করে। যার প্রতিটি টাকা আমাদের হাসপাতালের সহকর্মীদের দেওয়া।
সহকর্মীদের এই মানবিক মানসিকতা দেখে আমি অভিভূত।
রুহুল আমিন আমাদের কাছে চেয়েছিল দোয়া। আমরা তার আশু সুস্থতার জন্য প্রাণভরে দোয়া করার পাশাপাশি তার জন্য তিন লাখ বিশ হাজার টাকা ফান্ড তৈরি করতে পেরেছি। এটা শুধু টাকার ফান্ড নয়, এটা সহকর্মীর প্রতি আমাদের ভালোবাসার নিদর্শণ। আজ রুহুল আমিনের হাতে এই ভালোবাসার ফান্ড তুলে দিতে পেরে আমিসহ আমার প্রতিটি সহকর্মী যে তৃপ্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
রুহুল আমিনের হাতে ফান্ডের টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সুমন চন্দ্র দেব, সমীর চন্দ্র দাস, শান্ত চৌধুরী, রনি আচার্য্য, ইলিয়াছ আহমেদ, দিলু তালুকদার, কিরণ ভৌমিক তুর্য, আব্দুল কাইয়ূম মিজান, তক্বী তাহমীদ, এনায়েত আল আমিন, জিয়াউর রহমান ও মোস্তাক আহমদ।
ভয় নেই রুহুল, আল্লাহ’র উপর ভরসা রেখ। আমাদের সবার দোয়া ও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় নিশ্চয় তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..