গোয়াইনঘাটে গরুর চালান আটক করলেন ওসি নজরুল

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩

গোয়াইনঘাটে গরুর চালান আটক করলেন ওসি নজরুল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলাধীন পিয়াইন নদী থেকে ভারত থেকে অবৈধ ভাবে আসা ১০টি গরুর চালান আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (১৯ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০টি গরুর চালান আটক করা হয়।

Manual7 Ad Code

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযানে ভারতীয় গরু উদ্ধারের ঘটনায় আতংক শুরু হয়েছে গোয়াইনঘাটের সবকটি সীমান্ত পয়েন্টের চোরাচালান সিন্ডিকেটে পান্তুমাই, লাখাট, প্রতাপপুর, বিছনাকান্দি, বাবুরকোনা, আমস্বপ্ন, সংগ্রাম, নকশিয়া, সোনারহাটসহ সবকটি সীমান্ত পয়েন্টে পুলিশের নজরদারী বৃদ্ধি পাওয়ায় অনেকটা কমেছে ভারতীয় গরু, চিনি, কসমেটিকসসহ ভারতীয় চোরাচালান তৎপরতা।

Manual5 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন , সিলেট পুলিশ সুপার নির্দেশিত অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গঠিত ছকে আমাদের অভিযান চলছে। টিম গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। থানা পুলিশের চলমান অভিযানের আওতায় থানা এলাকার জাফলং পিয়াইন নদীর কাটারী এলাকা থেকে নৌকাযোগে পাচারকালে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..