দেওকলস ইউনিয়নে ‘আনারস’ প্রতীকে ২ হাজার ৭০৩ ভোট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম মতসিন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক ‘চশমা’ প্রতীকে ২ হাজার ৩১৬ ভোট, আবুল কালাম জুয়েলের ‘নৌকা’ প্রতীকে ১ হাজার ৯৫৭ ভোট, খায়রুল আমিন আজাদ মেম্বার ‘অটোরিক্সা’ প্রতীকে ১ হাজার ৩৩৩ ভোট, হাবিবুর রহমান ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে ৩৫৩ ভোট, সাংবাদিক এমআর টুনু তালুকদার ‘ঘোড়া’ প্রতীকে ৩২৫ ভোট, আলতাব আলী ‘মোটর সাইকেল’ প্রতীকে ৯০ ভোট, মোছা. মমতাজ বেগম ‘রজনীগন্ধা’ প্রতীকে ১২ ভোট পেয়েছেন।
এরমধ্যে কালীজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ৩১৬, ‘চশমা’ ২১৮, ‘নৌকা’ ২৬৭, ‘অটোরিক্সা’ ৭১, ‘দেওয়াল ঘড়ি’ ৮, ‘ঘোড়া’ ১৮, ‘মোটর সাইকেল’ ২, ‘রজনীগন্ধা’ শূন্য ভোট পেয়েছেন। কান্দিগ্রাম এসএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ৭৬৩, ‘চশমা’ ১৭৪, ‘নৌকা’ ৫৪, ‘অটোরিক্সা’ ৬৪, ‘দেওয়াল ঘড়ি’ ৯, ‘ঘোড়া’ ২১২, ‘মোটর সাইকেল’ ৬, ‘রজনীগন্ধা’ শূন্য ভোট পেয়েছেন।
কজাকাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ২০৮, ‘চশমা’ ১১৩, ‘নৌকা’ ১১৯, ‘অটোরিক্সা’ ১৯৭, ‘দেওয়াল ঘড়ি’ ৯, ‘ঘোড়া’ ৩, ‘মোটর সাইকেল’ শূন্য, ‘রজনীগন্ধা’ শূন্য ভোট পেয়েছেন। মটুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ১৪৮, ‘চশমা’ ৯০, ‘নৌকা’ ৩৪৩, ‘অটোরিক্সা’ ৫৫, ‘দেওয়াল ঘড়ি’ ৭, ‘ঘোড়া’ ১২, ‘মোটর সাইকেল’ ৮, ‘রজনীগন্ধা’ ২ ভোট পেয়েছেন। দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ১৮৪, ‘চশমা’ ১৫২, ‘নৌকা’ ৩০১, ‘অটোরিক্সা’ ২৪৬, ‘দেওয়াল ঘড়ি’ ১৯৭, ‘ঘোড়া’ ৭, ‘মোটর সাইকেল’ ৬, ‘রজনীগন্ধা’ শূন্য ভোট পেয়েছেন।
সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ১৭৯, ‘চশমা’ ১০৭, ‘নৌকা’ ২২৪, ‘অটোরিক্সা’ ৩২৪, ‘দেওয়াল ঘড়ি’ ২৯, ‘ঘোড়া’ ৮, ‘মোটর সাইকেল’ ৪৭, ‘রজনীগন্ধা’ ১ ভোট পেয়েছেন। দেওকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘আনারস’ ২৭০, ‘চশমা’ ৫২৪, ‘নৌকা’ ৫২, ‘অটোরিক্সা’ ১৬৭, ‘দেওয়াল ঘড়ি’ ৫, ‘ঘোড়া’ ৬, ‘মোটর সাইকেল’ ৭, ‘রজনীগন্ধা’ ২ ভোট পেয়েছেন।
খাসজান-সৎপুর দারুচ্ছুন্না ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ‘আনারস’ ২৬১, ‘চশমা’ ৩৬৬, ‘নৌকা’ ২৫৯, ‘অটোরিক্সা’ ৯৩, ‘দেওয়াল ঘড়ি’ ৪৩, ‘ঘোড়া’ ৫, ‘মোটর সাইকেল’ ৫, ‘রজনীগন্ধা’ ২ ভোট পেয়েছেন। সৎপুর উচ্চ বিদ্যালয় সরকারি কেন্দ্রে ‘আনারস’ ৩৭৪, ‘চশমা’ ৫৭২, ‘নৌকা’ ৩৩৮, ‘অটোরিক্সা’ ১১৬, ‘দেওয়াল ঘড়ি’ ৪৬, ‘ঘোড়া’ ৫৪, ‘মোটর সাইকেল’ ৯, ‘রজনীগন্ধা’ ৫ ভোট পেয়েছেন।