সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যে নির্দেশনা দিয়েছেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি মঙ্গলবার রামপাশা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আরব শাহ’র নির্বাচনী বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই নির্দেশনা দেন।
শফিকুর রহমান বলেন, চেয়ারম্যান প্রার্থী আরব শাহ’কে নৌকা প্রতীকে বিজয়ী করে এই ইউনিয়নটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। কারণ সারাদেশের চেয়ে এই ইউনিয়নের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা একটা নজর রয়েছে। তিনি এই রামপাশা ইউনিয়নের প্রতিবন্ধীদের কথা চিন্তা করে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন।
তাই রামপাশা ইউনিয়নের সকল ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা বলে ও নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য ভোট ভিক্ষা চাইতে হবে।
তিনি নেতাকর্মীদের প্রতি এই আহবান রেখে আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা নিজেদের সেন্টার নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। আপনারা নিজের সেন্টার রেখে অন্য সেন্টারে গিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। এবারের ইউনিয়ন নির্বাচনে তিনটি জোনে ভাগ করে নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে।
আর এই তিনটি জোনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। এভাবে জোন ভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক প্রচারণা ও ভোটারদের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইলে পাঁচটি ইউনিয়নেই নৌকার বিজয় হবে বলে তিনি মনে করেন। তাই পাঁচটি ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন।
স্থানীয় আ’লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমেদ শরিফের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দুছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার ফখর উদ্দিন, আ’লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান ও প্রার্থী আরব শাহ।
এসময় আরও বক্তব্য রাখেন, আ’লীগ নেতা বশির আহমদ, আব্দুল হক, সৈয়দ আতিকুর রহমান, উপজেলা শ্র্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেব লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা ফয়সল আহমদ, আসাদ আহমদ, যুবলীগ নেতা মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতী দাস পাপ্পু ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদ তারেক আহমদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd