সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধিঃঃছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার এক সহযোগির নাম উল্লেখ সহ একটি চক্রের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ২৩ মে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি ( নং ৭২/২০২৩ইং)দায়ের করেন
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সিলেট জালালাবাদ থানার মনোহরপুর-ঘোপাল গ্রামের বাসিন্দা আশরাফ আলী খানের পুত্র অধ্যক্ষ সুজাত আলী রফিক।

Manual2 Ad Code

দায়েরি মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা মরহুম আজিজুর রহমানের পুত্র,ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও কালারুকা ইউনিয়নের রামপুর- নুরুল্লাপুর গ্রামের আরজ আলীর পুত্র হাবিবুর রহমান বাবলুকে। মামলাটি তদন্তের জন্য সি আই ডি’ র হাতে ন্যস্ত করা হয়েছে।

Manual2 Ad Code

মামলা সুত্রে জানাগেছে, অধ্যক্ষ সুজাত আলী রফিক দীর্ঘ ২৮ বছর ধরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে শিক্ষকতা করে আসছেন। ২০১২ সাল থেকে তিনি ওই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তাকে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের সময় একটি মহল এর বিরোধিতা করেছে এবং অদ্যাবধি বিরোধিতা করেই যাচ্ছে।২০২২ সালে কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সুচারুরূপে পালিত হয়েছে। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিবাদী অলিউর রহমান চৌধুরী,হাবিবুর রহমান বাবলুর নেতৃত্বে একটি মহল মাথাচাড়া দিয়ে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়। বিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক,হোয়াটসআপ,মেসেঞ্জারে তার মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর তাদের সহযোগিরা অপপ্রচার মুলক এসব স্ট্যাটাস ও বিকৃত ছবি শেয়ার এবং ট্যাগ করে যাচ্ছে।

Manual8 Ad Code

যেখানে-সেখানে সভার নামে অর্থ দিয়ে ভাড়া করে আইপিটিভিতে লাইভ(ফেইসবুক-ইউটিউব টিভি)প্রচার করা হচ্ছে গালি-গালাজসহ মান হানিকর বক্তব্য। এমনকি মাইকিং করেও মান হানিকর বক্তব্য দিচ্ছেন বিবাদী গনের ভাড়াটে লোকজন। এতে অধ্যক্ষ সুজাত আলী রফিকের দেশে-বিদেশে সম্মানহানি ঘটেছে।আর্থিক ও মনষিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।
মামলায় বিবাদীগনের নিজ ফেইসবুক আইডি থেকে মানহানিকর স্যাটাস,বিকৃত ছবি প্রচারের স্কিন শর্ট, ফেইসবুক- ইউটিউব টিভির লাইভপ্রচারের ভিডিও সহ ১৫ ফর্দ প্রমান সংযুক্ত করা হয়েছে।নামাঙ্কিত ২ আসামি ছাড়াও লাইভে প্রচারকারী এবং মানহানিকর অপপ্রচার শেয়ারকারীগণকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..