তাহিরপুরে চালু হলো তৃতীয় বর্ডার হাট

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

তাহিরপুরে চালু হলো তৃতীয় বর্ডার হাট

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে আরেকটি বর্ডার হাট চালু হয়েছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয় রাজ্যের নালিকাটা নামক স্থানে এ বর্ডার হাটটির উদ্বোধন হয়েছে। এ নিয়ে জেলায় তিনটি বর্ডার হাট চালু হলো।

এ উপলক্ষে সকাল থেকে তাহিরপুর সীমান্তে দু’দেশের মানুষের মধ্যে ব্যপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বুধবার (২৪ মে) দুপুর সাড়ে বারোটায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও ভারতের মেঘালয় সাউথ খাসি হিলস এমএলএ পিয়ূস মারওয়ান অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এ বর্ডার হাট কার্যক্রমের উদ্বেধন করেন।

Manual7 Ad Code

উদ্বোধনের পর পরই দু’দেশের ব্যবসায়ীরা নির্ধারিত পণ্য নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন। এবং দু’দেশের মুদ্রায় শুরু বেচাকেনা কার্যক্রম। হাটের প্রথম দিনে উৎসুক মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বর্ডার হাটটি বসবে। বর্ডার হাটে প্রাথমকিভাবে উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান বসবে। ব্যবসায়ীরা পূর্ব নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন এবং একজন ক্রেতা সর্বোচ্চ দুইশত মার্কিন ডলারের (২১ হাজার পাঁচশত টাকা) পণ্যসামগ্রী কিনতে পারবেন।

Manual1 Ad Code

সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-সুনামগঞ্জ (সংরক্ষিত) মহিলা আসনের এমপি শামীমা আক্তার খানম, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমূখ।

এছাড়াও উদ্বোধনি সভায় উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আজাদ হোসেন, শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, বড়দল দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া সহ উভয় দেশের প্রশাসনের কর্মকর্তা ও বর্ড়ার হাট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ

Manual8 Ad Code

এর আগে তাহিরপুর সীমান্তে দু’দেশের এডিএম পর্যায়ে এক যৌথসভায় ২৪ মে বর্ডার হাটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..