জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২

Manual4 Ad Code

গোলাম সরওয়ার বেলাল জৈন্তাপুরঃঃসিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় ট্রাক ও গরু বহনকারী এইচপিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থালে ২ গরু ব্যবসায়ি নিহত, পিকআপ চালক আহত ২।
স্থানীয় সূত্রে জানাযায়, ১৭ মে বুধবার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগং নামকস্থানে ভারতীয় ৫টি গরু বহনকারী এইচপিকআপ গাড়ী জৈন্তাপুর বাজারে আসার পথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের (সিলেট মেট্রো ট ১১-০১৪৬)) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলে গরুর সাথে থাকা ২জন নিহত হন এবং অপর ২জন গুরুতর আহত হন।

Manual3 Ad Code

নিহতরা হল, উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহতরা হল পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০) ও হেলিরাই (লুৎমাইল) গ্রামের আরফিজ আলীর ছেলে রুহুল আহমদ।
দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে জান, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনর্চাজ ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান ইনতাজ আলী, ফখরুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম। ফায়ার সার্ভিসের টিমের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ ওমর ফারুক মোড়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে, দূর্ঘটা কবলিত দুটি গাড়ী জব্দ করা হয় এবং লাশ দুটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরগে পাটানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখবে বলে জানান।

জৈন্তাপুর, সিলেট-০১৭৪৮৯৯৪৯৩৪।
তাং ১৭/০৫/২০২৩ইং।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..