সিলেট সিটি নির্বাচন : প্রার্থীদের দৃষ্টি নতুন ভোটারে

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

সিলেট সিটি নির্বাচন : প্রার্থীদের দৃষ্টি নতুন ভোটারে

Manual8 Ad Code

মুকিত রহমানী :: প্রতিটি নির্বাচনে নতুন ভোটার নিয়ামক হিসেবে কাজ করে। ভোটকেন্দ্রেও তাদের উপস্থিতি থাকে বেশি। সে জন্য তাদের ভোট টানার ওপর গুরুত্ব দেন প্রার্থীরা। এবার সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনেও বড় ফ্যাক্টর ১ লাখ ৬৪ হাজার নতুন ভোটার। তাদের বেশিরভাগই নতুন যুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডের বাসিন্দা। এসব ভোটারের সমর্থন পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

Manual5 Ad Code

প্রায় দুই বছর আগে সিসিকের সীমানা সম্প্রসারণ করে সদর উপজেলার চার ইউনিয়ন ও দক্ষিণ সুরমা উপজেলার তিন ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়। এতে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখে। বর্ধিত ওয়ার্ডে ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৪৯ জন। সেখানে বসবাস করছেন তিন লাখের ওপর মানুষ।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সমকালকে জানান, ওইসব ওয়ার্ডের পাড়া-মহল্লায় কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সংকটসহ নানা সমস্যা রয়েছে। সেখানে নাগরিকসেবা নিশ্চিত করা সিসিকের জন্য চ্যালেঞ্জিং হবে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনে করেন, নতুন ওয়ার্ডগুলো নিয়ে সিটি করপোরেশনের চ্যালেঞ্জ থাকবে। নির্বাচিত হলে তিনি নতুন ওয়ার্ডে আগে নজর দেবেন। জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, তিনি নির্বাচিত হলে প্রথম কাজ হবে বর্ধিত ওয়ার্ডের উন্নয়ন।
৩২ নং ওয়ার্ডের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় খাদিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আফছর উদ্দিন জানান, সিটিতে অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের সমস্যা নিয়ে প্রার্থীদের ভাবতে হচ্ছে। ৩৮ নং ওয়ার্ডের প্রার্থী হেলাল উদ্দিনের মতে, এসব এলাকার ড্রেনেজ, পানির সমস্যাসহ তাদের অসুবিধার কথা ভাবতে হচ্ছে। এ সিটির সীমানা সম্প্রসারণ হয় ২০২১ সালের ৩১ আগস্ট। এতে ২৭টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ৪২টি ওয়ার্ড করা হয়েছে।

Manual6 Ad Code

বিএনপিপন্থি সম্ভাব্য প্রার্থী কারাগারে
সিসিকের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সিলেটের মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিনের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। সম্প্রতি তিনি আমেরিকা থেকে ফিরে সিটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালে কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা রয়েছে বলে তাঁর আইনজীবী সামিউল আলম জানিয়েছেন।
হাসুর মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

জাপা প্রার্থীকে সংবর্ধনা
নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে বিমানবন্দরে এসে পৌঁছলে মহানগর জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা দেন। পরে মোটর শোভাযাত্রা করে তাঁকে দক্ষিণ সুরমার গোটাটিকর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি বলেন, তাঁকে লাঙ্গল প্রতীক দেওয়া হয়েছে সিলেটের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য। তিনি নির্বাচিত হলে সিলেটকে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবেন বলেও জানান। সৌজন্যে : সমকাল

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..