ঘুমন্ত ছেলেকে হত্যার মামলায় বাবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

ঘুমন্ত ছেলেকে হত্যার মামলায় বাবাসহ গ্রেপ্তার ৩

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীর মিয়া নামে এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (সুরাবই) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের খাগালিয়া (ইসলামপুর) গ্রামে গত ১২ মার্চ পারিবারিক কলহের জেরে বাবা আব্দুল মন্নাফ তার প্রথম পক্ষের ছেলে সাইদুল ইসলাম ঝন্টু, জাহিদুল ইসলাম ও প্রথম স্ত্রী ছেনু আক্তারের সহায়তায় ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় পক্ষের ছেলে জাহাঙ্গীর মিয়ার মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর জাহাঙ্গীরের লাশ বাড়ির অদূরে ধানক্ষেতে লুকিয়ে রাখা হয়।

Manual8 Ad Code

এ ঘটনার তিন দিন পর দুর্গন্ধ বের হলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছেনু আক্তারকে গ্রেপ্তার করা হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..