রাজা-প্রজার রাজনীতি বন্ধ করে কাঙ্খিত উন্নয়ন করতে হবে -বিশ্বনাথে এমপি মোকাব্বির

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৩

রাজা-প্রজার রাজনীতি বন্ধ করে কাঙ্খিত উন্নয়ন করতে হবে -বিশ্বনাথে এমপি মোকাব্বির

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর কিছু মানুষ নিজেদেরকে রাজা, আর রাষ্ট্রের মালিক জনগণকে প্রজা মনে করেন। তাই জনসাধারণের চাহিদা পূরণের জন্য ওই রাজা-প্রজার রাজনীতি বন্ধ করে কাঙ্খিত উন্নয়ন করতে হবে।

Manual7 Ad Code

তিনি আরোও বলেন, বর্তমান সময়ে যে রাজনীতি চলমান রয়েছে তা অসুস্থ রাজনীতি। আর ওই অসুস্থ রাজনীতি সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরীব-অসহায় মানুষের জন্য নয়, কিছু দূর্নীতিবাজ ব্যক্তির কাছে জিম্মি। ওই অসুস্থ রাজনীতি আমাদের সন্তানদেরকেও অপরাধের সাথে সম্পৃক্ত করে। তাই দেশ ও জাতির কল্যানের জন্য আমাদেরকে ওই অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও-পূর্বপাড়া গ্রামের উন্নয়নমূলক কাজের জন্য মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় তিনি বলেন, আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদেরকে যতœ করে ও ভালবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

Manual4 Ad Code

তারা যাতে সৎ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সে শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে দিতে হবে।

যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাসুক মিয়ার সভাপতিত্বে ও সংগঠক জয়নাল আবেদীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণফোরাম নেতা ও ব্যবসায়ী শহিদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুন নূর মিয়া। বক্তব্য রাখেন সংগঠক মাস্টার আব্দুর রহিম, আনোয়ার হোসেন, নূর উদ্দিন, মাহবুবুল ওয়েছ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জয়নাল হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..