বানিয়াচংয়ে প্রথম রমজানে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

বানিয়াচংয়ে প্রথম রমজানে বন্ধুর হাতে বন্ধু খুন

Manual2 Ad Code

বানিয়াচং সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পাওনা টাকার জন্য যুবককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক বন্ধুর বিরুদ্ধে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

শুক্রবার (২৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ইকরাম গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শনিবার (২৫ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

বানিয়াচং থানার (ওসি) আজয় চন্দ্র দেব জানান, নিহত যুবক বিষ্ণু সরকার (১৯) জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে।

 

Manual1 Ad Code

অভিযুক্ত মিন্নত আলী (২৫) ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে। সম্পর্কে তারা একে অপরের বন্ধু। বন্ধুত্বের সুবাধে বিঞ্চু সরকার মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। কিন্তু বিষ্ণু সরকার পরবর্তীতে টাকা দিতে গড়িমশি শুরু করেন। এ নিয়ে শুক্রবার দিবাগত রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মিন্নত তাকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী হাওরে নিয়ে নিয়ে যায়। এসময় মিন্নত আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বিঞ্চুর উপর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Manual3 Ad Code

 

পরে তার মরদেহ গুমের চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মিন্নত আলীকে আটক করে।

 

ওসি জানান, আটক মিন্নত আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..