খাদিমপাড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র ঝুঁকিতে নৌকা: হবে অষ্টমুখী লড়াই!

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

খাদিমপাড়ায় বিদ্রোহী ও স্বতন্ত্র ঝুঁকিতে নৌকা: হবে অষ্টমুখী লড়াই!

Manual7 Ad Code

মোঃ রায়হান হোসেন:
আগামী বৃহস্পতিবার (১৬ই মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে ১ বিদ্রোহী প্রার্থী ও ৫ স্বতন্ত্র প্রার্থীর জন্য ঝুঁকিতে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তবে শতভাগ জয়ের আশাবাদী নৌকা প্রতীকে লড়াই করা এ প্রার্থীর। নির্বাচন অফিস বলছে ইভিএমের মাধ্যমে চলবে ভোটগ্রহণ। জনমতে বইছে উৎসবের আমেজ।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বিলালকে নৌকা, বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির এল.এল.বিকে মোটরসাইকেল, স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম আজাদকে ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী ছইদুর রহমান এনামকে আনারস, স্বতন্ত্র প্রার্থী মহি উদ্দিনকে চশমা, স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদকে অটোরিকশা, স্বতন্ত্র প্রার্থী ইফেখার আহমদ লিমনকে বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামকে হাতপাখা মার্কায় প্রতীক বরাদ্দ দেয় উপজেলা নির্বাচন অফিস।

Manual4 Ad Code

 

৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গরম হয়ে ওঠছে চায়ের টেবিল। এই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিগত শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় খাদিমনগর ইউপি কার্যালয়ে চেয়ারম্যান পদে সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ২০ ভোটের মধ্যে ১৯টি ভোট কাস্টিং হয়, তার মধ্যে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল ৯ ভোট ও আব্দুল কাদির এল.এল.বি ১০ ভোট পেয়ে তৃণমূল পর্যায়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। তবে কেন্দ্রীয় দপ্তর হইতে নজরুল ইসলাম বিলালকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে ফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ্র নিয়েছেন নৌকা প্রত্যাশী আব্দুল কাদির এল.এল.বি।

 

গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী থাকলেও এবারের নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে আসবে না বিএনপি নেতারা। সেজন্য বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

Manual7 Ad Code

২০১৬ সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বিলালের ভরাডুবি হয় স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আফছর আহমদের নিকট। তবে এবারও আগামী ১৬ই মার্চের নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদন্ধিতা করছেন নজরুল ইসলাম বিলাল।

 

Manual1 Ad Code

এবারের অষ্টমুখী লড়াইয়ে গেলো বারের মতো এবারের নির্বাচনে কি নৌকার ভরাডুবি হবে? নাকি নিজেদের অস্তিত্বের জানান দিবে দলটি, এনিয়ে চলছে জল্পনা-কল্পনা।

Manual5 Ad Code

 

ভোটারদের মতে, নির্বাচন এলেই এক উৎসবের আমেজ বয়ে যায়৷ যারা সমাজের অগ্রগতি ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে তাদেরকেই নির্বাচিত করবে৷

 

সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন জানান- খাদিমপাড়ায় প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হতে যাচ্ছে। ইভিএমের মাধ্যমে ভোটপ্রয়োগ নিয়ে আমরা ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, সকল প্রার্থীদের সরকারি বিধি মোতাবেক প্রচার প্রচারণা চালানোর নির্দেশনা প্রদান করছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..