সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: ক্রমেই পরিণতির দিকে এগোচ্ছে বিপিএল। সিলেট পর্বেই মূলত ঠিক হয়ে যাবে কোন চার দল খেলবে সেরা চারে। তবে এর আগে, এখন অবধি ব্যাটে-বলে চলছে জমজমাট লড়াই।
আগামীকাল শুক্রবার মাঠে গড়াতে যাওয়া বিপিএলের সিলেট পর্বের আগে রানের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে সেরা স্থান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের। এই অলরাউন্ডার ৭ ম্যাচে করেছেন ৩০৪ রান।
রানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন, ৮ ম্যাচে করেছেন ২৯১ রান। এ ছাড়া সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত ৭ ম্যাচে ২৮১ রান, বরিশালের ইফতেখার আহমেদ ৭ ম্যাচে ২৭৩ রান, রংপুর রাইডার্সের শোয়েব মালিক ৬ ম্যাচে ২২৫ রান করেছেন।
রান তোলার মতো বিস্ফোরক ব্যাটিং, তথা স্ট্রাইকরেটেও এগিয়ে সাকিব। ১৯২.৪০ স্ট্রাইকরেটে এবার প্রতি ম্যাচে রান করছেন এই বাঁহাতি!
সাকিবের পরে আছেন ফরচুন বরিশালের পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ (স্ট্রাইকরেট ১৭৭.২৭), কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি উইলোবাজ খুশদিল শাহ (স্ট্রাইকরেট ১৭১.৫৯), সিলেট স্ট্রাইকার্সের তরুণ তুর্কি তৌহিদ হৃদয় (স্ট্রাইকরেট ১৬৪.৪৬) এবং একই দলের আরেক দিশারি জাকির হাসান (স্ট্রাইকরেট ১৫৯.৪২)।
বোলিংয়ে শীর্ষে আছেন খুলনার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ৭ ম্যাচে তার শিকার ১২ উইকেট।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দ্বিতীয় ঢাকার দলপতি নাসির হোসেন, ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
এ ছাড়া ঢাকার দুই পেসার আল আমিন ৬ ম্যাচে ১০ উইকেট ও তাসকিন আহমেদ ৭ ম্যাচে ১০ উইকেট ঝুলিতে পুরেছেন। এর পরেই আছেন সিলেট স্ট্রাইকার্সের তিন পেসার- মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা (প্রত্যেকের উইকেট ৮টি করে)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd