সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের টিকেট কাউন্টারে এবং সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টারের সামনে দর্শকরা তাদের পছন্দের দলের খেলা দেখতে টিকেট কিনার জন্য বৃহস্পতিবার ভোর থেকে ভিড় করছেন। বিপিএল মানেই যেন সিলেট বাসীর জন্য একটি অন্য অনুভূতি, সিলেট বাসীরা ক্রিয়া প্রেমী তাইত ভোর থেকেই টিকেট কাউন্টারের বুথ গুলোতে ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড়। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ম্যাচ।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ টি-২০ লিগের টিকেট বৃহস্পতিবার হতে দুটি বুথে দেয়া হচ্ছে।
বিপিএলের টিকিট বিসিবি বিক্রি করবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত বুথে টিকিট বিক্রয় করা হবে বলে জানিয়েছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd