সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত: খোয়াজ মিয়ার ছেলে হাছান মিয়ার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে প্রশাসনের বিভিন্ন সেক্টরে লিখিত দরখাস্ত দায়ের করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা গেছে- হাসান মিয়ার বাড়িতে প্রতিদিন জেলার বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারীরা আসেন। আর প্রতিনিয়ত তার বাড়িতে বসে ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, গাজা সেবন ও বিক্রির উন্মুক্ত হাঁট। হাছান বড় ধরনের মাদকের চালান দেশের বিভিন্ন জায়গায় পাচার করে বলে এলাকাবাসীর অভিযোগ। হাসান স্কুল কলেজের কিশোরদের দিয়ে বিভিন্ন কৌশলে মাদক পাচার করাচ্ছে বলেও গুরুত্বর অভিযোগ এলাকাবাসীর।এক কথায় হাসানের অপকর্মে অতীষ্ঠ এলাকাবাসী।
জানা যায়, হাসানের নামে রয়েছে একাধিক মাদক, চুরি ও ডাকাতির মামলা। উল্লেখ্য, তার বিরুদ্ধে পুলিশের দেওয়া মামলা যাহার নং- ৩৫৪/২০। হাছান বিরুদ্ধে মাধবপুর থানার এফআইআর মামলা নং- ২২, তাং- ২২ ফেব্রুয়ারি ২০১৭, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের১৯(১) এর ৭(খ) মামলা সমূহ রয়েছে।
অতীতে হাসানের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা থাকলেও গত এক দুই বছরের মধ্যে হাসান মাদক ব্যবসা করে অবৈধভাবে কামাই করছে লাখ লাখ টাকা। এলাকার মাদক সেবন কারিদের নিয়ে একটা সিন্ডিকেট তৈরী করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এলাকার গন স্বাক্ষরকারী কয়েকজন জানান, হাসানের এসব অপকর্মে বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না, তার এসব অপকর্মে কেউ বাঁধা দিলে সে তাদের মাদক মামলার ভয়ভীতি দেখায়। যার ফলে তার কাছে নিঃস্ব হয়ে পড়েছেন এলাকার জনসাধারণ। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মাদক ব্যবসায়ী হাসানের অপকর্মের কবল হইতে থেকে এলাকাবাসীকে মুক্তির জন্য আশু হস্তক্ষেপ সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd