সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩
স্পোর্টস ডেস্ক: লিভারপুলের অবস্থা কতটা বিব্রতকর তা এই তথ্যেই যথেষ্ট। ব্রাইটনের ঘরের মাঠে ১৯৬১ সালের পর পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। গতকাল প্রিমিয়ার লিগে ৩-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে বিধ্বস্ত হয়েছে। এমন হারে লিভারপুল কোচ নিজেও এর চেয়ে বাজে ম্যাচের সন্ধান খুঁজে পাচ্ছেন না।
পুরো ম্যাচে ব্যাক ফুটে ছিল দ্য রেডরা। প্রথমার্ধ থেকেই স্বাগতিক দল আধিপত্য বিস্তার করে খেলেছে। তারা চাপ সৃষ্টি করলে ভুলের মাত্রা বাড়িয়েছে লিভারপুল। ৪১ মিনিটে একটি পেনাল্টি প্রায় পেতেই যাচ্ছিল ব্রাইটন। ডি বক্সে মার্চকে ফাউল করে বসেন আলিসন। রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু ভার রিভিউতে পরে সিদ্ধান্ত পাল্টেছে। বিল্ড আপে অফসাইডে ছিলেন ব্রাইটন ফরোয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধে টানা আধিপত্যের পুরস্কার পেতে থাকে স্বাগতিক দল। বিরতির পর ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে নেন সলি মার্চ। একটি ৪৭ মিনিটে, আরেকটি ৫৩ মিনিটে। তার পর ৮১ মিনিটে তৃতীয় গোলটি করেন ড্যানি ওয়েলবেক। এই জয়ে লিভারপুলকে পেছনে ফেলে সাতেও উঠে গেছে তারা। ১৮ ম্যাচে ব্রাইটনের অর্জন ৩০ পয়েন্ট। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল।
শিষ্যদের এই পারফরম্যান্সে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নিজেও ভীষণ হতাশাগ্রস্ত, ‘ভীষণ হতাশ আমি। বাজে প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ উপহার দেওয়ার জন্য ব্রাইটনকে অভিনন্দন। আমি লিভারপুলের এর চেয়ে বাজে ম্যাচের কথা স্মরণ করতে পারছি না।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd