সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮
সত্যজিৎ বোধ শেখর :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের হামলায় উক্ত মিছিল ও সমাবেশ পন্ড হয়ে যায়। গত ২২/০৬/২০১৮ ইং শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় বন্দর বাজার এলাকায় ছাত্রদল ও পুলিশের মধ্যে উক্ত সংঘর্ষের সূত্রপাত হয়। অত্র এলাকায় পুলিশ মাইকিং করে ছাত্রদলের মিছিল ও সমাবেশ বন্ধ করিতে আহবান করিলে সেই সময় ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা পুলিশ কে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করিলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হইলে আশপাশের দোকান পাট ও পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সেই মুহুর্তে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। ঐ সময় মদন মোহন কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ তাদের রোষানলে ও হামলায় গুরুতর আহত হন। আমাদের প্রতিনিধি সত্যজিৎ চৌধুরী আরোও জানান যে, ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক সহ ১৮ জন নেতা-কর্মীকে আটক করে বলিয়া সংশ্লিষ্ট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন এর বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd