বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ২বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়।
বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে সংগঠক মোশারফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর ফজর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার এসআই সাইফুল মোল্লা, গণফোরাম নেতা নিজাম উদ্দিন, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফয়ছল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠক মাহতাব উদ্দিন।
Sharing is caring!