সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২
স্পোর্টস ডেস্ক: ২৮ দলের বিদায় হয়ে গেলো, রইলো বাকি ৪! দেখতে দেখতে কাতার বিশ্বকাপ প্রায় শেষের পথে চলে এসেছে। ৩২ দলের আসর এখন শেষ চারের দোরগোড়ায় দাঁড়িয়ে।
অঘটনের এই বিশ্বকাপে সেমিফাইনালেও রয়েছে একটি চমক। প্রথমবারের মতো শেষ চারের মঞ্চে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশ মরক্কো। অন্যদিকে এই লড়াইয়ে নেই ব্রাজিল, স্পেন, জার্মানির মতো দল।
ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ক্রোয়েশিয়া। আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর)।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেয়েছে মরক্কো। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শেষ চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বুধবার (১৪ ডিসেম্বর) এই দুই দল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে।
ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার প্রথম সেমিফাইনালটি হবে লুসাইল স্টেডিয়ামে। আল বায়েত স্টেডিয়ামে লড়বে ফ্রান্স আর মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
এক নজরে সেমিফাইনালের সময়সূচি:
১৩ ডিসেম্বর- আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, রাত ১টা (লুসাইল স্টেডিয়াম)।
১৪ ডিসেম্বর- ফ্রান্স বনাম মরক্কো; রাত ১টা (আল বায়েত স্টেডিয়াম)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd