সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হচ্ছে আজ। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে আজ (শনিবার- ১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে সকাল থেকে দলে দলে বিএনপি নেতাকর্মীদের গোলাপবাগ মাঠের দিকে আসতে দেখা যায়।
এদিকে, ঢাকার গণসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়েছেন সিলেট বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। গত দু-তিন ধরেই তারা জড়ো হতে থাকেন। আজ সকালে খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যান সিলেট বিএনপির নেতাকর্মীরা।
জানা গেছে, সকাল পৌনে ১০টার রাজধানীর কমলাপুর টিটিপাড়া থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মীর একটি বড় মিছিল সমাবেশস্থলে যায়। এসময় স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা খালেদা জিয়াসহ বিএনপির সকল কারারুদ্ধ নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং এ সরকারের পতন দাবি করেন।
খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে মিছিলে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগরের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মইনুদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডাভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বকত চৌধুরী তারেক ও জেলা স্বেচ্ছাসবেক দলের জেলা সদস্য সচিব শাকিল মুরশেদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd