সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের দুইনং পুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া (২৫) হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টবল পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি সিলেটে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, দুইনং পুল এলাকায় একটি টিনশেট ঘর ভাড়া নিয়ে ৫ জন পুলিশ সদস্য থাকতেন। গতকাল একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চারজন পুলিশ সদস্য ঘুমে ছিলেন। ভোররাতে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় এ সময় রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd