সিলেটে আর্জেন্টিনা সমর্থকরা হতাশ, ব্রাজিলদের উচ্ছ্বাস

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

সিলেটে আর্জেন্টিনা সমর্থকরা হতাশ, ব্রাজিলদের উচ্ছ্বাস

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো হলেও শেষটা রাঙাতে পারেনি আর্জেন্টিনা। কাগজে-কলমে এগিয়ে থাকলেও সৌদি আরবের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল। আর বিশ্বকাপে এমন হতাশার শুরুতে আর্জেন্টিনা সমর্থকরাও যারপরনাই হতাশ। অন্যদিকে পাল্টা চিত্র দেখা গেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। প্রতিপক্ষ আর্জেন্টিনার পরাজয়ে উচ্ছ্বাসে মেতেছে ব্রাজিল সমর্থকরা। সোমবার সৌদি আরব ও আর্জেন্টিয়ার ম্যাচ শেষে সিলেট নগরীতে এমন চিত্রই দেখা গেছে।

ক্রিকেট হোক কিংবা ফুটবল; হাইভোল্টেজ ম্যাচ হলেই সকল এলাকায় জড়ো হন ক্রীড়াপ্রেমীরা। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতেও সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে জড়ো হয়েছিলেন ফুটবলপ্রেমী। একসঙ্গে খেলা দেখার পাশাপাশি প্রতিপক্ষ দলের সমর্থকদের টিপ্পনী কাটতেও ছাড়েননি তারা।

Manual4 Ad Code

ম্যাচ শেষেও একই চিত্র দেখা গেল। আর্জেন্টিনা সমর্থকদের হতাশাকে টিপ্পনী কেটে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলছিলেন ব্রাজিল সমর্থকরা। এদিকে আর্জেন্টিনা সমর্থকরাও কম যাননি। পরিসংখ্যান আর অতীত ইতিহাস টেনে ব্রাজিল সমর্থকদের ‘খোঁচা’ প্রতিহত করার চেষ্টাও করেন তারা।

শাহজালাল উপশহর পয়েন্ট প্রেসিডেন্ট রেস্টুরেন্ট এর সামনে এক সিকিউরিটি গার্ড এক আর্জেন্টিনা সমর্থকের গায়ে থাকা এক আর্জেন্টিনার গেঞ্জি টেনে খুলছেন। এমন চিত্র দেখে আশাপশের লোকজন ছবি তোলতে থাকেন। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ম্যাচ শেষে হতাশ এক আর্জেন্টিনা সমর্থক বলেন, এমন হার ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। এই ম্যাচকে একটা দুর্ঘটনা বলা যেতে পারে।

তিনি বলেন, সৌদি আরবের মতো দলের সঙ্গে যে আমরা হারব এটা আমরা চিন্তাও করি নি। ওরা (সৌদি আরব) ৪৫-৫৩ মিনিট খুবই ভালো খেলেছে। কিন্তু পুরো ম্যাচের কথা যদি বলেন, বল দখলের লড়াই, আক্রমণ সবকিছুতে আমরাই এগিয়ে ছিলাম। তবে ফুটবল গোলের খেলা। ওরা সেই গোলটা পেয়েছে। আমরা পাইনি।

তিনি আরও বলেন, আমাদের দলের সেরা খেলোয়াড় মেসি নিজেও আজকে আশানুরূপ খেলতে পারেনি। তার সেরা খেলাটা আমরা পাইনি। তবে পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো আশা করি। এমনকি আর্জেন্টিনা শেষ ষোলোর টিকেট নিশ্চিত করবে বলেও বিশ্বাস করি।

আর্জেন্টিনার এক নারী ভক্ত বলেন, একটু তো খারাপ লাগছেই। তবে আমরা হতাশ না। আমাদের বিশ্বাস, মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচেই আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবো।

Manual8 Ad Code

সৌদি আরবের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার রক্ষণভাগের সমালোচনাও করেছেন অনেক সমর্থক। তারা বলেন, আর্জেন্টিনার ডিফেন্স খুবই বাজে ছিল। মধ্যমাঠ থেকেও তারা ঠিকভাবে বল সাপ্লাই দিতে পারেনি। এছাড়া তাদের দেখে প্রথমার্ধে তিনটা গোল বাতিল হয়ে যাওয়ায় সবার মনোবল ভেঙে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে তারা যেন আর খেলতেই পারেনি।

এদিকে আর্জেন্টিনা সমর্থকরা যখন হতাশার কথা জানাচ্ছিলেন তখন পাশ থেকে দুয়ো দিচ্ছিলেন ব্রাজিলিয়ান ভক্ত-সমর্থকরা। শুধু তাই নয়; ব্রাজিল ও বিভিন্ন খেলোয়াড়ের নামে স্লোগানও দেন তারা।

Manual2 Ad Code

ব্রাজিলিয়ান এক সমর্থক বলেন, সৌদি আরবের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের সঙ্গেই আর্জেন্টিনা জিততে পারেনি। সেখানে অন্য দলের সঙ্গে তারা কী খেলবে?

Manual5 Ad Code

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই আর্জেন্টিনা ভক্তদের উল্লাসে ভাসান লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি থেকে পাওয়া গোলে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর প্রথমার্ধে একে একে আরও তিনটি গোলের দেখা পেয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সবকটি গোল বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে গোল শোধের প্রত্যয় নিয়ে মাঠে নেমেই সাফল্যের দেখা পায় সৌদি আরব। ৪৮ মিনিটে গোল শোধ করে সাহেল আল সেহরি দলকে সমতায় ফেরান। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই লিড নেয় সৌদি। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে সৌদি আরবকে লিড এনে দেন সালেম আল দাউসারি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দল আর গোলের দেখা পায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..