সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসার ছাদের চিলেকোঠা থেকে ৪ লক্ষ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে বুধবার (১৬নভেম্বর) দুপুরে রিকাবীবাজারস্থ পুরাতন মেডিকেল স্টাফ কোয়ার্টার ১১/জ বাসার চিলেকোঠা থেকে পরিত্যাক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করা হয়।
ওষুধ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।
জানা যায়, সিলেটে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের অভিযান চালিয়ে রিকাবীবাজারস্থ পুরাতন মেডিকেল স্টাপ কোয়াটার ১১/জ বাসার চিলেকোঠা থেকে আনুমানিক ৩/৪ লক্ষ টাকার সরকারি ঔষুধ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ১ টি তদন্ত কমিটি গঠন করা হবে। ঔষুধ পাচারের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে তাদের সকলের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd