জকিগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা সহ আটক ২

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

জকিগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা সহ আটক ২

Manual2 Ad Code

জসিম উদ্দিন :: জকিগঞ্জে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেটের চালান জব্দ করেছে পুলিশ। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার খলাছড়া ইউপির কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে রেহান উদ্দিন (৩৩) ও একই ইউপির দক্ষিণ ভূইয়ারমোড়া গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি চালক বাবুল আহমদ (২৯)।

Manual2 Ad Code

পুলিশ জানায়- শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এসআই জহিরুল ইসলাম, এসআই মফিদুল হক সজলসহ পুলিশ টিম মাদক উদ্ধারে চেকপোস্ট বসায়।

Manual1 Ad Code

সকাল সাড়ে ৭টার দিকে নূরজাহান পরিবহন নামের একটি সিএনজি চালিত অটোরিকশা গাড়ী চেকপোস্টে আসলে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

Manual5 Ad Code

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি জানান- ‘গোপন সূত্রে খবর পেয়ে তল্লাসি চৌকি বসিয়ে সিএনজি চালিত অটোরিকশা আটক করি। এসময় প্রায় ৪০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছি। এ ঘটনায় ২জনকে সিএনজি চালিত অটোরিকশাসহ আটক করি। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট নিয়ে কালিগঞ্জে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..