সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: কোম্পানীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই সুরুজ আলীকে (১৯) কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের সুরুজ আলীর ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো একই গ্রামের জহির আলীর ছেলে সুমন আহমদ (২২) ও তার সঙ্গীরা। বিষয়টি তার ভাই সুরুজ আলীকে জানালে সে প্রতিবাদ জানায়, এতে বখাটে সুমন আহমদ তার সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে সুরুজ আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান সুরুজ আলীকে ধারালো দা দিয়ে কুপিয়ে যখম করা হয়েছে, মাথায় গুরুত্বর আঘাত পেয়েছেন এবং হাতের একটি রগ কেটে গেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সুরুজ আলী জানান বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সুমন আহমদ (২২), ইকবাল আহমদ (২৮), জুবায়ের আহমদ (২১), কুতুব উদ্দিন (২৭), ফারুক আহমদ (২৫) সহ অজ্ঞাত বেশ কয়েকজন ধারালো দেশিয় অস্ত্র দিয়ে সুরুজ আলীকে কুপিয়ে যখম করে।
তিনি জানান, দীর্ঘদিন থেকে সুমন তার সঙ্গপাঙ্গদের নিয়ে বিদ্যালয়ে যাওয়া আসার পথে তার বোনকে উত্ত্যক্ত করে আসছিলো। গত ২৬ সেপ্টেম্বর বিদ্যালয় থেকে আসার সময় সুমন তার বোনের পথ আটকে হাত ধরে টানাটানি করে, বিষয়টি বাড়িতে এসে তাকে জানালে সে প্রতিবাদ জানায়, এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং গতকাল (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে (সুরুজ আলীকে) একা পেয়ে তার ওপর হামলা চালায় তারা।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল আমিন বলেন, ঘটনা জানতে পেরে আমরা তাৎক্ষণিক একজনকে আটক করেছি, অভিযোগ পেলে বাকিদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd