ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারে রাধিকা স্টোর থেকে অস্ত্র সহ মঞ্জু বৈদ্য ও রঞ্জু বৈদ্য নামের আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
২০/১২/২০২০ ইংরেজি রোজ রবিবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিক্তিতে রাধিকা স্টোরে তল্লাশি চালিয়ে দুটি কালো রঙের বিদেশি বন্দুক পাওয়া যায় এসময় তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান আমাদের কাছে তথ্য ছিল মঞ্জু এবং রঞ্জু নামে মাত্র রাধিকা স্টোরে ব্যবসা করে আসছে তাদের মূল ব্যবসা হচ্ছে অস্ত্রের। যতেষ্ট প্রমানের অভাবে এতদিন তাদেরকে গ্রেফতার করতে পারিনি। বর্তমানে তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু করা হচ্ছে।
Sharing is caring!